মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার আট দিন পর আবার সে ভেন্যুতে ফিরল ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলতে। এর আগে অ্যাডিলেড ও সিডনিতে হেরে ৩ ম্যাচের সিরিজ হেরেছিল তারা। মেলবোর্নে এসে এবার তারা হারল রেকর্ড ব্যবধানে। দেখে মনে হলো, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ‘হ্যাংওভার’ই কাটেনি ইংল্যান্ডের।
ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নারের জোড়া সেঞ্চুরিতে ৪৮ ওভারে অস্ট্রেলিয়া তুলেছিল ৩৫৫ রান, ডিএলএস পদ্ধতিতে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়িয়েছিল ৩৬৪ রান। জস বাটলারের দল গুটিয়ে গেছে ১৪২ রানেই, ডিএলএস পদ্ধতিতে হেরেছে ২২১ রানে। রানের হিসেবে নিজেদের ইতিহাসে ইংল্যান্ডের সবচেয়ে বড় ব্যবধানে হার এটি, অস্ট্রেলিয়ার অবশ্য এর চেয়েও বড় ব্যবধানে জয় আছে আরও পাঁচটি।