যাদের ছকে জঙ্গি ছিনতাই, তারা ‘চিহ্নিত’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ০৯:৩৪

আদালত পাড়া থেকে জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা কীভাবে হয়েছে, কারা করেছিল, তার সবই জেনে ফেলার দাবি করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।


এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদ বলেছেন, পালিয়ে যাওয়া জঙ্গিরা তাদের ‘নজরদারিতে’ রয়েছে।


ওই দুই জঙ্গিকে যত দ্রুত সম্ভব ধরে ফেলার আশা করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।


ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে আনসার আল ইসলামের সদস্য দুজনকে তাদের সহযোগীরা ছিনিয়ে নেওয়ার একদিন পর সোমবার এমন আশাবাদ প্রকাশ করেন গোয়েন্দা কর্মকর্তারা।


পালিয়ে যাওয়া দুই জঙ্গি হলেন- মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব।


তারা দুজনই প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যামামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত। সোহেল লেখক অভিজিৎ রায় হত্যামামলায়ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত।


জনাকীর্ণ আদালত প্রাঙ্গণে পুলিশকে পেপার স্প্রে ছুড়ে ও পিটিয়ে জঙ্গিদের মোটর সাইকেলে করে পালিয়ে যাওয়ার এই ঘটনায় পুলিশ বাহিনীর দায়িত্ব পালন এবং গোয়েন্দাদের তৎপরতা প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

বছরজুড়ে আলোচিত যত রায়

২ বছর, ১১ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us