ফিফা বিশ্বকাপের ২২তম আসরের দামামা বেজেছে একজন ‘বিশেষ চাহিদা সম্পন্ন’ ব্যক্তির মাধ্যমে। গানিম আল মুফতাহ নামের এই ব্যক্তির শরীরের নিচের দিকের অংশ নেই। জন্ম থেকেই নেই।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে হলিউড অভিনেতা মর্গান ফ্রিম্যানের সঙ্গে মঞ্চে গানিমকে দেখার পর থেকে তার সম্পর্কে আগ্রহ বেড়েছে সকলের। সামাজিক মাধ্যমে চলছে আলোচনা।
গানিম আল মুফতাহ শারীরিক প্রতিবন্ধী। শারীরিক সমস্যা তাকে আটকে রাখতে পারেনি। তিনি সাতার, স্কুবা ডাইভিং, স্কেটবোর্ডিং, রক ক্লাইম্বিংয়ের মতো অনেক কিছুতে নিজেকে ব্যস্ত রেখেছেন। আরবের অন্যতম উঁচু পাহাড় জাবেল শামসের চূড়ায় উঠেছেন। স্কুলে থাকতে হাতে বুট লাগিয়ে খেলতেন ফুটবল, খেলেছেন আরও অনেক খেলাই।