বর্ণাঢ্য, বর্ণিল কাতার বিশ্বকাপ ফুটবলের পর্দা উন্মোচন হবে আজ রাতে। ঠিক রাত দশটায় কাতারের আল বাইত স্টেডিয়ামে সবধরনের আনুষ্ঠানিকতা শেষে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবে ‘এ’ গ্রুপের স্বাগতিক দেশ কাতার এবং সাউথ আমেরিকার দেশ ইকুয়েডর। এই গ্রুপের অন্য দুটি দল সেনেগাল এবং নেদারল্যান্ডস।
কাতারের জন্য আজকের দিনটি সবমিলিয়ে নিঃসন্দেহে এক স্বর্ণখচিত দিন। প্রথমত: বিশাল এক বিনিয়োগের মধ্যে দিয়ে বিশ্বকাপ ফুটবলের মতো এত বড় আয়োজন করা, দ্বিতীয়ত: বিশ্বকাপের মতো ফুটবল আসরে আজ তাদের ফুলেল অভিষেক।
কাতার এর আগে বিশ্বকাপ খেলার যোগ্যতা কখনই অর্জন করেনি, খেলেওনি। এবারই বিশ্বকাপের আসরে তারা প্রথম। অন্যদিকে প্রতিপক্ষ ইকুয়েডর এবার নিয়ে খেলবে চতুর্থবার। এর আগে তারা খেলেছে তিনবার (২০০২, ২০০৬ এবং ২০১৪)। সব ঝুঁকি ও চ্যালেঞ্জ অতিক্রম করে শেষপর্যন্ত এবারের বিশ্বকাপের মূল লড়াইয়ে ঠাঁই পেয়েছে ইকুয়েডর।