বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪৩৩ কোটি টাকা

প্রথম আলো প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২, ১৫:১২

কাতার বিশ্বকাপ শুরু হতে আর চার দিন বাকি। শেষ প্রস্তুতি সেরে নিচ্ছে জাতীয় দলগুলো। মৌসুমের মাঝপথের একটু আগে বিশ্বকাপের জন্য খেলোয়াড় ছেড়েছে ক্লাবগুলো। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বিশ্বকাপ থেকে জাতীয় দল ও খেলোয়াড়েরাই–বা কেমন আয় করেন?


ফিফা এর আগে জানিয়েছিল, কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৪ কোটি ২০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩৩ কোটি ৬০ লাখ টাকা)। ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপের প্রাইজমানি থেকে এবার ৬০ লাখ ডলার বাড়ানো হয়েছে। ২০০৬ বিশ্বকাপের সঙ্গে তুলনা করলে প্রাইজমানি বেড়েছে ২ কোটি ৭০ লাখ ডলার।


আয়োজক দেশ কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে। ‘এ’ গ্রুপে কাতারের তিন প্রতিদ্বন্দ্বী দল নেদারল্যান্ডস, ইকুয়েডর ও সেনেগাল। ধরা যাক, কাতার একটি ম্যাচও জিততে পারল না। তবু শুধু অংশ নেওয়ার জন্যই ১২ লাখ ডলার পাবে কাতার। এই বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য প্রতিটি দলই এই পরিমাণ অর্থ পাবে।


খেলোয়াড়দেরও অর্থ আয়ের সুযোগ থাকবে কাতার বিশ্বকাপে। বেশির ভাগ ফুটবল ফেডারেশনই তাদের খেলোয়াড়দের এই অর্থ দিয়ে থাকে। ‘সিডনি মর্নিং হেরাল্ড’ যেমন জানিয়েছে, বিশ্বকাপে খেলার জন্য দলের প্রত্যেক খেলোয়াড়কে ১ লাখ ২৮ হাজার ডলার দেবে অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন। নকআউট পর্বে উঠতে পারলে অতিরিক্ত আরও ১ লাখ ৬৪ হাজার ডলার করে দেওয়া হবে খেলোয়াড়দের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us