মোবাইল আর্থিক সেবা বা এমএফএসে একটা থেকে অন্যটায় টাকা স্থানান্তর করা যায় না। অথচ বিষয়টা খুবই জরুরি। এই জরুরি বিষয়টা এখন বড় এক সমস্যার নাম। সেই সমস্যার সমাধান হয়ে সহজ হতে যাচ্ছে বিষয়টি। এখন চাইলেই বিকাশ থেকে রকেটে বা রকেটে থেকে বিকাশে টাকা পাঠানো যাবে। শিগগিরই অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে নগদেও এই সেবা যুক্ত হবে বলে জানা গেছে।
শুধু তাই নয়, বিকাশ বা বিভিন্ন এমএফএস সেবা থেকে বিভিন্ন ব্যাংকেও টাকা পাঠানো যাবে। যে প্ল্যাটফর্মের মাধ্যমে কাজটি করা সম্ভব— সেটা হলো বিনিময়। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে এক এমএফএস থেকে অন্যটায় বা ব্যাংকে লেনদেন করা সম্ভব হবে।
আগামী রবিবার (১৩ নভেম্বর) এই প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-তে বিনিময়ের উদ্বোধন করবেন।