চোটের কারণে এডিনসন কাভানিকে নিয়ে শঙ্কা ছিল। কিন্তু তাঁকে নিয়েই কাতার বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা করেছে উরুগুয়ে। অভিজ্ঞ ও পরীক্ষিত তারকাদের নিয়েই কাল এই দল ঘোষণা করেছেন উরুগুয়ে কোচ ডিয়েগো আলোনসো।
কাভানি ও সুয়ারেজ ৩৫ বছরে পা রেখেছেন। কাতারে তাঁরা ক্যারিয়ারের চতুর্থ ও সম্ভবত শেষ বিশ্বকাপ খেলবেন। ৩৬ বছর বয়সী গোলকিপার ফার্নান্দো মুসলেরাও আছেন দলে। আর রক্ষণভাগের জন্য ৩৬ বছর বয়সী ডিয়েগো গোডিন ও ৩৫ বছর বয়সী মার্টিন ক্যাসেরেসের ওপরই ভরসা রেখেছেন আলোনসো। উরুগুয়ের রক্ষণে দুজনই পরীক্ষিত যোদ্ধা।