দেশের হয়ে একটি বিশ্বকাপ খেলার স্বপ্ন কেইবা না দেখে! কাঙ্ক্ষিত সেই স্বপ্ন যদি ধরা দেয়, অনুভূতিটা কেমন হতে পারে? ব্রাজিল দলে ডাক পাওয়ার পর কেমন ছিল ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, গিমারেস, পেদ্রোদের অনুভূতি; সেটা তাঁরা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। দেখে আসা যাক তাঁদের সেই অনুভূতি—
নেইমার
এমন নয় যে এবারই তিনি প্রথম বিশ্বকাপে খেলবেন। ২০১৪ সালে ঘরের মাঠে নেইমারের বিশ্বকাপ অভিষেক। এরপর খেলেছেন ২০১৮ বিশ্বকাপেও। এবার কাতার বিশ্বকাপে তিনি ব্রাজিলের অন্যতম সেরা খেলোয়াড়। এরপরও তিতে যখন তাঁর নাম ঘোষণা করলেন, আনন্দে ভেসে গেছেন পিএসজির তারকা ফরোয়ার্ড।