চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে মাত্র দুটি জয়, সঙ্গে ৩টি পরাজয় বরণ করে ইউরোপের দ্বিতীয় সারির লিগ ‘ইউরোপা লিগে’ নেমে এসেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে ইউরোপায় গিয়েও বেশিদুর এগোনো হচ্ছে না সম্ভব ক্লাবটির। কারণ, প্রথম ম্যাচেই ক্রিশ্চিয়ানো রোনালদোদের মুখোমুখি হতে হচ্ছে কাতালানদের।
সোমবার সুইজারল্যান্ডের নিয়ন শহরে অনুষ্ঠিত হয়েছে ইউরোপা লিগের নকআউট পর্বের ড্র। তাতেই ভাগ্য নির্ধারিত হয়ে গেছে বার্সা এবং ম্যানইউর। এই দু’দলের একটিকে অবশ্যই বিদায় নিতে হবে দ্বিতীয় রাউন্ড থেকে।
এক সময় রিয়ালের জার্সিতে নিয়মিতই বার্সার মুখোমুখি হতেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সে সময় একটা জৌলুস ছিলো। রিয়ালে রোনালদো, বার্সায় ছিলেন মেসি। দু’দলের দ্রুপদী লড়াইয়ের আড়ালে ছড়িয়ে থাকতো মেসি-রোনালদোদের শ্রেষ্ঠত্বের লড়াইও।