বিএনপি নেতা কামাল হত্যা: ১৮ ঘণ্টা পরও মামলা হয়নি, আটক নেই

ডেইলি স্টার প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২২, ১৯:৫২

সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যার ঘটনার প্রায় ১৮ ঘণ্টা পরও কোনো সন্দেহভাজন হামলাকারীকে আটক করতে পারেনি পুলিশ। এ ছাড়া, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলাও দায়ের হয়নি।


রোববার রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরীর বড়বাজার এলাকায় খুন হন সিলেট জেলা বিএনপির সদ্য সাবেক কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল। দুটি মোটরসাইকেলে করে হামলাকারীরা তার প্রাইভেটকারের গতিরোধ করে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।


এ ঘটনায় বড়বাজার ও চৌকিদেখী এলাকার সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। তবে আজ সোমবার বিকেল ৩টা পর্যন্ত তারা কাউকে আটক করতে পারেনি।


সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন মরদেহ গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। দাফন শেষে মামলা দায়ের হবে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us