এক ম্যাচেই আর্জেন্টাইন রেফারির ১০ লাল কার্ড

সমকাল প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২২, ১৯:১৬

৪০ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবল রেফারি ফাকুন্দো তেল্লো। আসন্ন কাতার বিশ্বকাপে রেফারিংয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। তবে বিশ্বকাপের আগেই নিজের জাত চিনিয়েছেন আর্জেন্টিনার এই রেফারি। নিজ দেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নে ১০টি লাল কার্ড বের করলেন তিনি। ঘটনাটি ঘটে আর্জেন্টিনায় চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে রেসিং ও বোকা জুনিয়র্সের ম্যাচে।


রেসিং ও বোকা জুনিয়র্সের লড়াইয়ে অতিরিক্ত সময়ে ১-১ গোলসমতা চলছিল। এরপর ১১৮তম মিনিটে ক্রস থেকে হেডে দলকে আনন্দে ভাসান আলকারাস। কিন্তু এরপর বোকার সমর্থকদের সামনে বুনো উল্লাস করে বিপত্তি বাধান তিনি। ভিডিও ক্লিপসে দেখা গেছে যে, বোকার ভক্তরা আলকারাসের কান টেনে ধরেছে এবং তার দিকে একটি বল ছুড়ে মারছে। এই হাতাহাতি, ধস্তাধস্তি থামাতে ফাকুন্দো বোকার পাঁচজনকে দেখান লাল কার্ড, ছাড়েননি আলকারেজকেও। রেসিংয়ের দুজনকে লাল কার্ড দেন আর্জেন্টাইন রেফারি। সবমিলিয়ে বোকার ফুটবলারদের সাতটি ও রেসিংয়ের তিনজনকে লাল কার্ড দেখানো হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us