প্রস্তুতি কেমন হবে

সমকাল প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২২, ১০:৪২

সরকারি-বেসরকরি চাকরির পরীক্ষার চূড়ান্ত ধাপ হলো ভাইভা। কেমন হওয়া উচিত এই পরীক্ষার প্রস্তুতির কৌশল তা জানাচ্ছেন- শাহিনা নদী


মৌখিক পরীক্ষার নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। তাই এ পরীক্ষায় কী ধরনের প্রশ্ন করা হবে, তা নির্দিষ্ট করে বলার সুযোগ নেই। বেসরকারি চাকরির ক্ষেত্রে যে কাজ বা চাকরির জন্য ভাইভা দিতে যাচ্ছেন, তার আগে সেই প্রতিষ্ঠান ও তাদের কাজ সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। এখন সব প্রতিষ্ঠান বা সংস্থার ওয়েবসাইট আছে, সেখান থেকেও বিস্তারিত জানা যেতে পারে। প্রতিষ্ঠানের অর্জনের কথাও জেনে নিতে পারেন এখান থেকে। যদি ভাইভা বোর্ডে আপনার কাছে জানতে চাওয়া হয়, কেন আমরা এ পদে আপনাকে বেছে নেব বা কেন আপনি এ পদের জন্য নিজেকে যোগ্য বলে মনে করেন- এমন প্রশ্ন যে কোনো ভাইভার জন্য গুরুত্বপূর্ণ অংশ। এমন প্রশ্নের জবাবে প্রার্থীর উত্তর খুব গুরুত্বপূর্ণ। কারণ, আপনি হয়তো এরই মধ্যে অনেক চাকরির জন্য ভাইভা দিয়েছেন। তাঁরা মূলত আপনার কাছে জানতে চাইছেন, কেন অন্যদের চেয়ে এ কাজের জন্য সেরা। আপনি কাজটি এবং প্রতিষ্ঠান সম্পর্কে কতটুকু জানেন, তাও আসলে জানতে চাওয়া হয় এমন প্রশ্নে। আপনার উত্তরের মাঝে এমন কিছু ফুটে ওঠা চাই, যা শুনে একজন চাকরিদাতা মনে করেন এই পদের জন্য আপনিই সেরা। বোঝাতে হবে কেন আপনি নিজেকে সেরা মনে করেন। আর কীভাবে প্রতিষ্ঠান আপনার দ্বারা লাভবান হবে। যাতে উত্তরটির পর চাকরিদাতার কাছে যথেষ্ট পরিমাণ কারণ থাকে আপনাকে নিয়োগ করার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us