মাত্র পাঁচ দেশের টুইটার ব্যবহারকারীদের জন্য ‘ব্লু টিক’ সুবিধা চালু করছে টুইটার। এ জন্য নিজেদের আইওএস অ্যাপ হালনাগাদও করেছে খুদে ব্লগ লেখার সাইটটি। টুইটারের নতুন সংস্করণ নামিয়ে মাসে আট ডলার খরচ করলেই নিজেদের অ্যাকাউন্টের পাশে ‘ব্লু টিক’ যুক্ত করতে পারবেন টুইটার ব্যবহারকারীরা।
টুইটার জানিয়েছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডায় বসবাসকারী আইফোন ব্যবহারকারী এ সুযোগ পাবেন। শিগগিরই অন্যান্য দেশে এ সুবিধা পাওয়া যাবে। তবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে কবে নাগাদ এ সুবিধা চালু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি সাইটটি।