সাবধান করেও দুই ভবনে লার্ভা, নির্মাণ কাজ বন্ধ করল ডিএনসিসি

কালের কণ্ঠ প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২২, ১৫:১২

বার বার সাবধান করার পরেও দ্বিতীয়বার লার্ভা পাওয়ায় দুটি নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আজ শনিবার সকালে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম রাজধানীর উত্তরায় ১১নম্বর সেক্টরে ৫১নম্বর ওয়ার্ডের স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি 'দশটায় দশ মিনিট প্রতি শনিবার নিজ নিজ বাসা বাড়ি করি পরিষ্কার' শিরোনামে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে অংশ নেন।  


স্থানীয় জনগণের সাথে মতবিনিময় শেষে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম কয়েকটি নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন।


এসময় দুটি নির্মাণাধীন ভবনে অসংখ্য লার্ভা পাওয়া যায়। মেয়রের উপস্থিতিতে অঞ্চল ০৬-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত দুটি ভবনকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেন এবং নির্মাণ কাজ বন্ধ করে দেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) থেকে ভবিষ্যতে এই ভবনে লার্ভা জন্মাতে দেওয়া হবে না প্রেক্ষিতে অঙ্গিকারনামা জমা না দেওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ থাকবে বলেও জানান ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

১০ তলা ভবন নিলামে ৬০ হাজার টাকায় বিক্রি

সমকাল | মোহাম্মদপুর, ঢাকা
৮ মাস, ১ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us