উচ্চ উৎপাদন খরচের কারণে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব বিবেচনা করছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিসি)। এতে সয়াবিন তেলের দাম বাড়তে পারে।
গত মঙ্গলবার পরিশোধনকারীরা বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের কাছে একটি চিঠি জমা দিয়ে সরকারকে রোববারের মধ্যে দাম পুনরায় সমন্বয় করার আহ্বান জানিয়েছে।
ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরবিএমএ) সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।