টুইটারে নীল টিক-সংবলিত ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য এখন থেকে ব্যবহারকারীদের মাসে ৮ ডলার গুনতে হবে। সাবস্ক্রিপশন বাড়ানোর পাশাপাশি মাইক্রোব্লগিং প্লাটফর্মটির বিজ্ঞাপননির্ভরতা কমানোর জন্য এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ইলোন মাস্ক।
৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে মাইক্রোব্লগিং প্লাটফর্মটির নিয়ন্ত্রণ নেয়ার পর একাধিক নতুন পদক্ষেপ নিয়েছেন টেসলা বস। বরখাস্ত করেছেন শীর্ষ কর্মকর্তা এবং ভেঙে দিয়েছেন পরিচালনা পর্ষদ। এর মধ্যে সর্বশেষটি হলো ভেরিফায়েড পেজের জন্য মাসিক চার্জ। তার মতে, স্প্যাম বা স্ক্যাম ঠেকানোর জন্য এ ফি খুবই দরকারি।
সাধারণত বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিধিত্বশীল ব্যক্তিত্বরা তাদের নামের পাশে নীল টিক ব্যবহার করেন, যা এখন পুরোপুরি বিনামূল্যে পাওয়া যায়। তবে সমালোচকরা বলছেন, নতুন নিয়মের কারণে নির্ভরযোগ্য উৎস শনাক্ত কঠিন হতে পারে।