থার্ড পার্টি ফ্যাক্ট-চেকার দুই প্রতিষ্ঠান বুম বাংলাদেশ ও ফ্যাক্ট ওয়াচের বিরুদ্ধে ‘পক্ষপাতমূলক আচরণ’-এর অভিযোগ করেছেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান, শিক্ষক ও কলামিস্ট মোহাম্মদ এ আরাফাত।
তিনি জানান, ফেসবুকের মাধ্যমে ভুল তথ্য ছড়ানো রোধে কাজ করা থার্ডপার্টি ফ্যাক্ট চেক করা দুটি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে ফেসবুকে শেয়ার করা বাংলা কিংবা ইংরেজিতে লেখা পোস্ট, ছবি ও ভিডিওর সত্যতা যাচাই এবং রেটিং করে। ফ্যাক্ট-চেকার এই প্রতিষ্ঠানগুলো যদি কোনও কনটেন্ট বা স্টোরিকে অসত্য, পরিবর্তিত কিংবা আংশিক অসত্য হিসেবে চিহ্নিত করে তাহলে ফেসবুক সেটি রেট করে এবং মিথ্যা তথ্য হলে ফলস ইনফরমেশন (মিথ্যা তথ্য) লিখে ফ্ল্যাগ করে দেয়
তবে বিভিন্ন সময়ে বাংলাদেশের এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে বলে জানান সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।