দর্শকদের হার্ট অ্যাটাক হয়ে যাবে, জয়ের পর পাপন

আজকের পত্রিকা প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২, ১৮:০৯

ব্রিসবেনের এই বিকেল ভোলার নয় তাঁদের। ব্রিসবেন ক্রিকেট স্টেডিয়াম থেকে বেরিয়েই কিছু দর্শক চিৎকার করতে থাকলেন, ‘আমাদের আজ ডাবল আনন্দ। কারণ, আমরা দুবার জিতেছি!’


শেষ বলের ওই নাটকীয়তায় বাংলাদেশের জয়ের আনন্দ হয়েছে দুবার। মোসাদ্দেক হোসেনের শেষ বলে জিম্বাবুয়ের দরকার ছিল ৫ রান। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে বল মিস করেন ব্লেসিং মুজারাবানি, তাঁকে স্টাম্পড করে দেন নুরুল হাসান সোহান। ব্যস, পুরো গ্যাবা তখন উৎসবের মঞ্চ। ৪ রানের জয়ে ততক্ষণে দুই দলের খেলোয়াড়েরা আনুষ্ঠানিকতা শেষে চলে এসেছিলেন ডাগআউটে। দর্শক বেরিয়ে যাচ্ছিলেন গ্যালারি ছেড়ে। নাটকের নতুন শুরু এর পরই। টিভি আম্পায়ার আনুষ্ঠানিকতা হিসেবে মুজারাবানির স্টাম্পিং দেখছিলেন। টিভি রিপ্লেতে দেখা যায়, সোহান বল ধরেছেন স্টাম্পের সামনে থেকে! নিয়ম অনুযায়ী নো বল ডাকেন আম্পায়ার।


নো বল থেকে পাওয়া ফ্রি-হিট পেয়েও জিম্বাবুয়ে অবশ্য ম্যাচ জিততে পারেনি। ব্রিসবেনে খেলা দেখতে এসেছিলেন সিডনিপ্রবাসী চার চিকিৎসক বন্ধু শামীম, পলাশ, মতি ও শিল্পী। চিকিৎসক হয়েও হৃদযন্ত্রের চাপ সামলাতে হিমশিমই খেতে হয়েছে তাঁদের। চিকিৎসক শিল্পী সাংবাদিকদের বলছিলেন, ‘আমার তো হার্টবিট ১১০–১২০ উঠে গেয়েছিল! তবে শেষ পর্যন্ত জেতায় আমরা অনেক খুশি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us