অভিনয় দক্ষতা দিয়ে অনেক আগেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন চঞ্চল চৌধুরী। সর্বশেষ তার অভিনীত 'হাওয়া' সিনেমাটি দেশ-বিদেশে দারুণ সাড়া ফেলে। এরই ধারাবাহিকতায় এবার কলকাতা মাতাচ্ছে 'হাওয়া'।
চঞ্চলের 'হাওয়া' সিনেমাটি কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের প্রথম দিন দেখানো হয়। চঞ্চল চৌধুরী নিজেও দর্শকের সঙ্গে কলকাতার নন্দনে সিনেমাটি দেখেন।
সেখানকার অভিনয়শিল্পী ও পরিচালকরা চঞ্চলের অভিনয়ে মুগ্ধ হয়েছেন। এরমধ্যে আছেন- প্রসেনজিৎ, অনির্বাণ, রাজ চক্রবর্তী, শুভশ্রী, জয় সরকারসহ অনেকে আছেন। এছাড়াও, দর্শকদের কাছেও তিনি প্রশংসায় ভাসছেন।
কয়েক মাস আগেও কলকাতায় গিয়েছিলেন মনপুরাখ্যাত এই অভিনেতা। সেবার তিনি হইচইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। তবে, এবার তার জন্য চমক এনে দিয়েছে 'হাওয়া'। ফলে কলকাতার মানুষের কাছে এবার তিনি অন্যরকম ভালোবাসায় সিক্ত হলেন।
এ বিষয়ে জানতে চাইলে আজ রোববার বিকেলে চঞ্চল চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'এবারের অভিজ্ঞতা অন্যরকম। আমি এই অভিজ্ঞতার কথা কখনোই ভুলব না।'