শহরে না হলেও গ্রামে শীতের হালকা আমেজ দেখা দিয়েছে। ভোরে আর সন্ধ্যায় কুয়াশাও দেখা যাচ্ছে। শহরের রাতগুলোতে হালকা হিমেল হাওয়াও বইছে। শীতের আগমনী ধ্বনি যেন বাতাসে। এক সপ্তাহের ব্যবধানে কমেছে তাপমাত্রাও।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহের তাপমাত্রা কমেছে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। চলতি সপ্তাহে তাপমাত্রা কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে। এছাড়া নভেম্বরের মাঝামাঝি পুরো শীতের আমেজ পাওয়া যাবে বলে জানা যায়।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আগামী ৪/৫ নভেম্বর পর্যন্ত সারাদেশের তাপমাত্রা এমনই থাকতে পারে। এরপর দক্ষিণাঞ্চলের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এদিকে উত্তরাঞ্চলের তাপমাত্রা গত সপ্তাহের তুলনায় এমনিতেই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। সেটি অব্যাহত থাকতে পারে।