মানুষ কেন প্রেমে পড়ে ? যা বলছে গবেষণা

সমকাল প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ১৯:১০

মানুষ কেন প্রেমে পড়ে, এই প্রশ্ন মনে হওয়াটা স্বাভাবিক। পুরাণ ও সাহিত্যের ব্যাখ্যা বলছে, নারী ও পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ থেকে আসে আসক্তি। ধীরে ধীরে তা প্রেমে রূপ নেয়। প্রেম হল কামনা। একে অপরের প্রতি জেগে ওঠা দুর্নিবার বাসনাকে ভালোবাসা বলে। প্রেমে পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।


প্রেম শুধু কবিতা, উপন্যাস ও পুরাণেই বর্ণিত হয়নি। বিজ্ঞানীদের কাছেও রয়েছে প্রেমের এক আশ্চর্য ব্যাখ্যা রয়েছে।


সহানুভূতির খোঁজে : খারাপ সময়, বিপদের দিনে পাশে থেকে কেউ সহানুভূতি দেবে এমন আশায়ও কেউ প্রেম করেন চোখ দেখেই মনের কথা বুঝে নেওয়ার নাম প্রেম। একে অপরের প্রতি সহানুভূতি না থাকলে সেই প্রেম স্থায়ী হয় না। আর মানুষ অন্য মানুষের কাছ থেকে সবসময় সহানুভূতি পেতে চায়।


নিঃসঙ্গতা দূর করতে : মানুষ একা থাকতে পারে না। চলার পথে প্রয়োজন হয় একজন সঙ্গীর। প্রেমের মাধ্যমে সঙ্গীর সঙ্গে খুনসুটির মধ্য দিয়ে মানুষ নিজের নিঃসঙ্গতা দূর করতে চায়। কারণ নিঃসঙ্গ অবস্থায় বড় একঘেয়ে লাগে। সেই কারণে অন্য মানুষের সংস্পর্শে এসে নিঃসঙ্গতা দূর করতে চায়।


নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে : নিজেকে একটু সুন্দরভাবে উপস্থাপনের জন্য মানুষ প্রেম করে । প্রেমে আকৃষ্ট করার জন্য পুরুষ নিজের চেহারায় একটু পরিবর্তন আনতে চায়। আর নারীও নিজেকে আরও সুন্দর করে তোলে প্রেমের পরশে। একসঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটানো অনেক সময় এই পরিবর্তন নিয়ে আসে।


সৃজনশীল চিন্তার জন্য : অনেক মানুষ সৃজনশীল চিন্তা করার জন্য প্রেম করে । দেখা যায় নারী ও পুরুষ তাদের চিন্তার ক্ষেত্রে যোগসূত্র খুঁজে পেলে তার প্রেমে পড়ে। একসঙ্গে দু’জন প্রকাশ করতে থাকে তাদে

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us