সন্তানের জন্মের পর স্বাভাবিক ভাবেই শিশুর দিকে নজর দিতে ব্যস্ত থাকেন পরিবারের সকলে। বিশেষ করে মা-বাবার জন্য এই সময়টি বেশ কঠিন। জীবন একেবারে বদলে যায়। নতুন নতুন দায়িত্ব। নতুন চিন্তা। সবটাই শিশুকে ঘিরে। কিন্তু এ সময়ে কি হারিয়ে যেতে পারে নিজেদের সম্পর্কের উষ্ণতা?
সন্তান জন্মের পর দম্পতিরা অনেক সময়েই এমন ধরনের সমস্যার সম্মুখীন হন। সন্তানের দিকে বাড়তি নজর দিতে গিয়ে কোথাও যেন নিজেদের রসায়ন বিগড়ে যায়। বিবাহের সম্পর্ক টিকিয়ে রাখতে এই সময়ে কিন্তু সম্পর্কের উপর বাড়তি নজর না দিলে নয়!