রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য বিভিন্ন তথ্য সংবলিত ৪৬ হাজার পাতার আবেদন জমা দিয়েছে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি।
সোমবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর নির্বাচন কমিশন ভবনে উপ-সচিব মো. আব্দুল হালিম খানের কাছে এই আবেদন জমা দেন দলটির নেতারা।
নিবন্ধন আবেদন জমা দেওয়ার পর এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনে আমরা নিবন্ধন আবেদন জমা দিয়েছি। বিভিন্ন তথ্য সংবলিত ৪৬ হাজার পাতার আবেদন জমা দেওয়া হয়েছে৷ ২৮ জেলা ও ৬ মহানগরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর তথ্য এবং কার্যালয়ের কাগজপত্র কমিশনে দাখিল করা হয়েছে।