২৯ অক্টোবর ঢাকায় আ. লীগের বড় জনসমাগম

কালের কণ্ঠ প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ০২:২১

ঢাকায় বড় ধরনের জনসমাগম করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী ২৯ অক্টোবর ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে এ জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের একাধিক সূত্র কালের কণ্ঠকে এ তথ্য জানিয়েছে।


আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে গতকাল বিকেলে বৈঠক করেন আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।


আওয়ামী লীগের একাধিক নেতা কালের কণ্ঠকে জানান, বৈঠকে রাজধানী ঢাকার আশপাশের জেলাগুলোতে দলকে সংগঠিত করার বিষয়ে আলোচনা হয়। জেলাগুলোর মেয়াদ উত্তীর্ণ কমিটির সম্মেলনে আয়োজনের তাগিদ দেওয়া হয়। আগামী ২৯ অক্টোবর ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের জায়গায় এ সম্মেলনের স্থান নির্ধারণ করার সম্ভাবনা রয়েছে। এ সম্মেলনে বিপুলসংখ্যক জনসমাগমের মধ্য দিয়ে বিএনপিকে বার্তা দেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us