বেঙ্গল টাইগারের গায়ের রং হলদে–কালো ডোরাকাটা। তবে সম্প্রতি মিরপুরের জাতীয় চিড়িয়াখানা ও চট্টগ্রাম চিড়িয়াখানায় দুটি মা বেঙ্গল টাইগারের কোলে এসেছে পাঁচটি সাদা–কালো ডোরাকাটা শাবক। এই পরিবর্তনকে বলা হয় অ্যালবিনো (Albino)। এর আগে দেশের কোনো চিড়িয়াখানায় বেঙ্গল টাইগারের অ্যালবিনো শাবক দেখা যায়নি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন।
এই পাঁচ শাবকের পাশাপাশি একটি প্রাপ্তবয়স্ক সাদা বাঘ (মাদি/স্ত্রী) রয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। সেটি আনা হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে। এই প্রাণীর সঙ্গে একটি হলদে–কালো বেঙ্গল টাইগারের সংমিশ্রণে জন্ম নিয়েছে আরেকটি সাদা শাবক। সব মিলিয়ে দেশে এখন বাঘের ছয়টি সাদা শাবক ও একটি প্রাপ্তবয়স্ক সাদা বাঘ রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে এত বেশিসংখ্যক সাদা বাঘ অতীতে ছিল না।
তবে খাঁচায় বন্দী বাঘের মধ্যে আগে কখনো সাদা শাবক জন্ম হয়েছিল কি না, তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ।
ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় মা বেলির ঘরে চলতি বছরের ৪ এপ্রিল তিনটি শাবক জন্ম নেয়। এর মধ্যে দুটি হলদে–কালো হলেও আরেকটির রং হয় সাদা–কালো।