বিশাল ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে এবং চীনের আধিপত্যবাদী উচ্চাকাঙ্ক্ষার লাগাম টানতে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে কৌশলগত অংশীদারি থাকাটা যারপরনাই গুরুত্বপূর্ণ।
চীনের সঙ্গে লাগোয়া ভারতের সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের কম দূরে একটি উঁচু এলাকায় ১৮ থেকে ৩১ অক্টোবর ‘যুদ্ধ অভ্যাস’ শীর্ষক একটি যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ মহড়া যুক্তরাষ্ট্র ও ভারতের অংশীদারত্বের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্ব তুলে ধরে।
ভারত অন্য যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যূথবদ্ধ হয়ে বেশি বার্ষিক সামরিক অনুশীলন করে। কারণ, এ উভয় শক্তি তাদের বাহিনীর আন্তঃকার্যক্ষমতা উন্নত করতে চায়। মার্কিন নৌবাহিনীর নেভাল অপারেশনস প্রধান অ্যাডমিরাল মাইকেল এম গিলডে যেমন সম্প্রতি বলেছেন, চীনের উত্থান মোকাবিলায় ভারত একটি ‘গুরুত্বপূর্ণ অংশীদার’।