৬ মে অভিষেক হবে রাজা তৃতীয় চার্লসের

কালের কণ্ঠ প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ১১:০৮

রাজা হওয়ার আট মাস পরে অভিষেক হবে রাজা চার্লস এর। আগামী বছর ৬ মে অভিষেক হবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের। বাকিংহাম প্রাসাদের তরফ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। ওই দিন আনুষ্ঠানিক ভাবে ‘কুইন কনসর্ট’ ঘোষণা করা হবে চার্লসের স্ত্রী ক্যামিলাকেও।


অভিষেকের সময়ে রাজার কপালে, বুকে ও হাতে লাগানো হবে পবিত্র তেল।  তাঁর হাতে তুলে দেওয়া হবে সোনার গোলক। যেটিকে সারা পৃথিবীতে খ্রিস্টধর্মের আধিপত্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়। তাঁকে পরানো হবে রাজ আংটি। দেওয়া হবে রাজদণ্ড। এরপরে মাথায় পরিয়ে দেওয়া হবে রাজমুকুট। অভিষেকের দিন চার্লস পরবেন সেন্ট এডওয়ার্ডস ক্রাউন। ১৬৬১ সালে দ্বিতীয় চার্লসের জন্য তৈরি করা হয়েছিল এই মুকুটটি। কুইন কনসর্ট ক্যামিলারও সে দিন অভিষেক। তিনি পরবেন কোহিনুর বসানো রানী এলিজাবেথের সেই মুকুট।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us