ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতুতে বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আজ ৮ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাশিয়া।
আজ বুধবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কের্চ সেতুতে শনিবারের বিস্ফোরণের ঘটনাকে 'জঙ্গি হামলা' হিসেবে অভিহিত করে রাশিয়া এ ঘটনার জন্য ইউক্রেনের গোয়েন্দাসংস্থাকে দায়ী করেছে।
রুশ সংবাদ মাধ্যম ইন্টারফ্যাক্স রুশ কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার (এফএসবি) বরাত দিয়ে জানিয়েছে, এই হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৫ রুশ ও ৩ ইউক্রেনীয় ও আর্মেনীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
এফএসবি আরও জানায়, বিস্ফোরক উপকরণগুলো প্লাস্টিকের ফিল্ম রোলে সংরক্ষণ করা হয়েছিল। এগুলো আগস্টে ইউক্রেনের ওডেসা বন্দর ছেড়ে যায় এবং বুলগেরিয়া, জর্জিয়া ও আর্মেনিয়া হয়ে রাশিয়ায় পৌঁছায়।