বিশ্বকাপে মেক্সিকান মাস্ক নিষিদ্ধ

আজকের পত্রিকা প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২, ১৬:৫২

বিশ্বকাপ এলেই রং-বেরঙের পোশাকে সজ্জিত হয়ে খেলা দেখতে মাঠে যায় ভক্তরা। এর মধ্যে অন্যদের চেয়ে একটু বেশিই রঙিন হয়ে সাজে মেক্সিকানরা। নানা ধরনের স্প্যানিশ গানে মাতিয়ে তোলে গ্যালারিসহ স্টেডিয়ামের আশপাশ। মেক্সিকান সমর্থকেরা অবশ্য নিজেদের সাজ পূর্ণাঙ্গ করতে ‘লুচা লিবরা’ নামের একটা রঙিন মাস্কও পরে, যা কিনা মেক্সিকান ঐতিহ্যের সঙ্গে খুবই সামঞ্জস্য একটি সংস্কৃতিও। কিন্তু কাতার বিশ্বকাপে এই মাস্ক পরা কোনো মেক্সিকান দর্শক চোখে পড়বে না আপনার।


কাতার বিশ্বকাপ আয়োজক কমিটি এই ঐতিহ্যবাহী মাস্ক পরে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। আয়োজকদের পক্ষ থেকে অফিশিয়ালি জানানোর পর এ সম্পর্কে মেক্সিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর আলফানসো জাগবে এ বিষয়ে নিশ্চিত করেছেন। এমনকি লুকিয়েও যদি কেউ ওই মাস্ক নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করে, তাহলে তাকে শাস্তির আওতায় আনা হবে।


আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিরাপত্তার কথা ভেবে বিমানবন্দর থেকেই সব ধরনের মাদক নিষিদ্ধ করবে বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষ। বিশ্বকাপের সময়ও বেশ কিছু বিধিনিষেধের মধ্যে প্রকাশ্যে মাদক সেবনকে নিষিদ্ধ ঘোষণা করেছে আয়োজক দেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us