বাংলাদেশে গৃহস্থালী পণ্য উৎপাদনে ৭ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগে কারখানা নির্মাণ করছে বহুজাতিক কোম্পানি সিঙ্গার।
সোমবার রাজধানীর হোটেল র্যাডিসনে সিঙ্গার বাংলাদেশের সংবাদ সম্মেলনে এ কারখানা স্থাপনের অগ্রগতির বিষয়ে জানানো হয়।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (বিএসইজেড) অত্যাধুনিক এ কারখানার নির্মাণ কাজ শুরু হয়েছে। এতে এসি, ওয়াশিং মেশিন, সেলাই মেশিন, রুম হিটারসহ বিভিন্ন গৃহস্থালী পণ্য উৎপাদন করা হবে।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ও কচ গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আর্চেলিকের সহযোগিতায় এ কারখানা নির্মাণ করা হচ্ছে।