রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ একটি সেতুতে গত শনিবারের বিস্ফোরণের প্রতিশোধ হিসেবে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে হামলা চালানো হয়েছে।
ইউক্রেন জানিয়েছে, ৮৩টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার জন্য নিক্ষেপ করেছে রাশিয়া। তার মধ্যে ৪৩টি ভূপাতিত করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে ভয় দেখানো যাবে না।