You have reached your daily news limit

Please log in to continue


নতুন করদাতার জন্য বড় সুযোগ

কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকলেও যাঁরা এত দিন বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেননি, তাঁদের জন্য এবার রয়েছে বড় সুযোগ। তাঁরা জরিমানা ছাড়াই রিটার্ন জমা দিতে পারবেন, যাকে বলা হচ্ছে সাধারণ ক্ষমা।

সুযোগ দেওয়ার পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কঠোরও হয়েছে। রিটার্ন জমা না দিলে বিভিন্ন সেবা পাওয়া যাবে না। চলতি (২০২২–২৩) অর্থবছরের বাজেট ঘোষণার সময়ে এই নতুন পরিবর্তন আনা হয়। সম্প্রতি প্রকাশিত পরিপত্রে বিষয়টি আরও পরিষ্কার করা হয়েছে। এটি আলোচনায় এসেছে রিটার্ন জমার সময় ঘনিয়ে আসায়।

সাধারণত প্রতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাস জরিমানা ছাড়া বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়া যায়। ফলে আগামী মাস, অর্থাৎ নভেম্বরই জরিমানা ছাড়া আয়কর বিবরণী জমার শেষ সময়। এ মাসে কর মেলার আয়োজন করবে এনবিআর। তবে প্রথমবার রিটার্ন জমাদানকারীরা আগামী ৩০ জুন পর্যন্ত বিনা জরিমানায় আয়কর রিটার্ন দিতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন