চলতি বছরটা দুর্দান্ত কাটছে ভারতের নতুন সেনসেশন সূর্যকুমার যাদবের। ২২ ম্যাচে ১৮৫ স্ট্রাইক রেট নিয়ে ৭৯৪ রান রান সংগ্রাহক তিনি। সূর্যকুমার যাদবের চেয়ে টি-টোয়েন্টিতে আর কেউ বেশি রান করতে পারেনি এবছরে। এবছরে সর্বাধিক রান সংগ্রাহক তো বটেই সঙ্গে ২০২২ সালে সর্বাধিক ৫০টি ছক্কাও হাঁকিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডে মোহাম্মদ রিজওয়ানকে (৪২) পেছনে ফেলেছেন আগেই। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ছক্কা মেরে ছক্কার ফিফটি মেরেছেন তিনি।
কথাটা অবিশ্বাস্য মনে হলেও সত্য। এ বছর আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশ দলের ২৩ খেলোয়াড় মিলে মেরেছেন ৪৭টি ছক্কা। পুরো বাংলাদেশ দল মিলেও সূর্যের সমান ছক্কা হাঁকাতে পারেনি। বাংলাদেশ খেলেছে ১২ ম্যাচ, সূর্যকুমার খেলেছেন ২২ ম্যাচ।