You have reached your daily news limit

Please log in to continue


চোখের রোগ ইউভাইটিস হলে করণীয়

চোখের মধ্য স্তরকে ইউভিয়া বলে। আর ইউভিয়া এবং এর চারপাশের টিস্যুগুলোর প্রদাহকে ‘ইউভাইটিস’ বলে। রোগীর একটি অথবা উভয় চোখই এতে আক্রান্ত হতে পারে। সময়মতো চিকিৎসা না করলে রোগী অন্ধ হয়ে যেতে পারে।

লক্ষণ

♦ চোখে কম দেখা

♦ চোখে ঝাপসা দেখা

♦ চোখের সামনে কালো বিন্দু ভেসে বেড়াতে দেখা

♦ আলোর প্রতি সংবেদনশীলতা বা ফটোফোবিয়া

♦ চোখে ব্যথা করা এবং লাল হয়ে যাওয়া

♦ মাথায় যন্ত্রণা

♦ তারারন্ধ্র ছোট হয়ে যাওয়া

♦ চোখের তারার রং পরিবর্তন হওয়া

♦ চোখ দিয়ে পানি পড়া

কারণ

ইউভাইটিস রোগের সঠিক কারণ এখনো জানা যায়নি। সাধারণত অটোইমিউন রোগের ক্ষেত্রে এই সমস্যাটি দেখতে পাওয়া যায়, যখন শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা রোগীর চোখসহ বিভিন্ন টিস্যুর ওপর আক্রমণ করে। এই রোগের কারণগুলো হচ্ছে : আলসারেটিভ কোলাইটিস, এইচআইভি সংক্রমণ, হারপিস, লাইম ডিজিজ, সিফিলিস, টিউবারকিউলোসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, জুভেনাইল আর্থ্রাইটিস, চোখের তীব্র আঘাত লাগলে, কোনো বিষাক্ত দ্রব্য চোখে ঢুকে যাওয়া এবং ধূমপান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন