বাংলাদেশ ব্যাংকের সাইবার জালিয়াতি মামলায় ১৬ নভেম্বরের মধ্যে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে ঢাকার একটি আদালত।
মামলার অতিরিক্ত পুলিশ সুপার ও তদন্ত কর্মকর্তা রায়হান উদ্দিন খান আজ রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরাফাতুল রাকিব এ আদেশ দেন।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত শেষ করার জন্য সিআইডি আজ পর্যন্ত ৬৭টি তারিখ নিয়েছে।
ম্যানিলা-ভিত্তিক আরসিবিসি-র অ্যাকাউন্টগুলোতে কমপক্ষে ৮১ মিলিয়ন ডলার স্থানান্তর করা হয়েছিল। পরে তা ফিলিপাইনের ক্যাসিনোতে ব্যবহৃত হয়।
বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক (হিসাব ও বাজেটিং) জোবায়ের বিন হুদা ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।