বঙ্গবন্ধুর সাবেক প্রেস সচিব ও দৈনিক বাংলার সম্পাদক সাংবাদিক তোয়াব খানের মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার ওপর নির্ভর করছে তার দাফনের দিনক্ষণ।
পত্রিকাটির নির্বাহী সম্পাদক শরিফুজ্জামান পিন্টু জানান, সাংবাদিক তোয়াব খানের একমাত্র মেয়ে তানিয়া খান যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি সেখান থেকে ফেরার পর তাকে দাফন করা হবে। এদিকে তানিয়া খানের দেশে পৌঁছানো নির্ভর করছে টিকিট পাওয়ার ওপর। তোয়াব খানকে বনানী কবরস্থানে দাফন করা হতে পারে।