ঘাড়ে ব্যথা হওয়ার কারণ এবং এর চিকিৎসা

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৪

কথায় বলে- ‘যার ঘাড় আছে, তার ব্যথাও আছে’। কথাটি মোটেও অমূলক নয়। প্রায় প্রত্যেক মানুষ জীবনের কোনো না কোনো সময় ঘাড়ে ব্যথা অনুভব করে থাকেন। কেউ কেউ এখনো করছেন। ঘাড়ে এই ব্যথা যে কোনো কারণে হতে পারে। তবে কম বয়সীদের এ ব্যথার কারণ হলো- muskuloskeletal pain. যদি কেউ দুর্ঘটনাজনিত কারণে ঘাড়ে আঘাত পান বা abnormal position-এ ঘুমান কিংবা কোনো ভারী জিনিস উত্তোলন করেন, তখন ঘাড়ে ব্যথা হতে পারে। ছোট্ট ছেলেমেয়েদের ঘাড়ে ব্যথা হওয়ার অন্যতম প্রধান কারণ স্কুলে যাওয়ার সময় বইয়ের ভারী ব্যাগ বহন করা। বইয়ের ভারী ব্যাগ বহন করার কারণে শিশুদের ঘাড়ে ব্যথা হওয়ার পাশাপাশি মেরুদণ্ডেরও ক্ষতির কারণ হতে পারে।


তবে যাদের বয়স ৪০ বছর বা তারও বেশি, তাদের ঘাড়ে ব্যথা হওয়ার রোগটি বেশির ভাগ ক্ষেত্রেই খুব স্বাভাবিকভাবে দেখা দিয়ে থাকে। সাধারণত বয়স চল্লিশের কোঠায় এলেই শুরু হয়ে যায় মেরুদণ্ডের হাড়ক্ষয়। ক্রমে ক্যালসিয়াম জমে কাঁটার মতো হাড় বাড়তে থাকে। এ সমস্যার নাম স্পন্ডাইলোসিস। এর ফলে নার্ভের চলার পথে চাপ পড়ে। নার্ভের রক্তসঞ্চালন কমে যায়। নার্ভের মারাত্মক ক্ষতি হয়। স্নায়ুরজ্জুতেও প্রচণ্ড চাপ পড়ে। আর এ কারণে স্নায়ুরজ্জু ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। এ রোগের পরিণতিতে রোগী ঘাড়ে ব্যথা অনুভব করতে থাকেন। ব্যথা ক্রমে হাতের দিকে চলে যায়। হাত-পা ঝিনঝিন করতে থাকে। অনেক সময় হাত-পা অবশও হয়ে যায়। রোগ অনেক পুরনো হয়ে গেলে রোগীর হাত-পা প্যারালাইসিস হয়ে যেতে পারে। এ ছাড়াও রোগীর প্রস্রাব-পায়খানা আটকে যেতে পারে অথবা অনেক সময় প্রস্রাব-পায়খানা রোগী আর ধরে রাখতে পারেন না। সেস্কোয়াল সমস্যাও দেখা দিতে পারে।


বিজ্ঞাপন


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us