অবৈধ স্ট্রিমিং কার্যক্রম পরিচালনাকারী ৩০টির বেশি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত ২৪৫টি ডোমেইন ব্লক করে দিয়েছে সিঙ্গাপুর। এসব ওয়েবসাইটে প্রিমিয়াম স্পোর্টস ও ড্রামা কনটেন্ট স্ট্রিম করা হতো। অনলাইন পাইরেসি নিয়ন্ত্রণে দেশটির সরকার গৃহীত পদক্ষেপের অংশ এটি। খবর ইটি টেলিকম।
নিউজ পোর্টাল চ্যানেল নিউজ এশিয়ার তথ্যানুযায়ী, এশিয়া ভিডিও ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন কোয়ালিয়েশন অ্যাগেইনস্ট পাইরেসি (সিএপি), বিবিসি স্টুডিওস, ডিসকভারি কমিউনিকেশনস, লা লিগা, দ্য প্রিমিয়ার লিগ ও টিভিবি ইন্টারন্যাশনাল সম্মিলিতভাবে এ উদ্যোগ নিয়েছে।
সিএপির এক নির্দেশের পরিপ্রেক্ষিতে স্পোর্টসবে, ওয়াচসিরিজ, ড্রামাকুল ও ১২৩ মুভিজের মতো বেশকিছু অবৈধ অনলাইন স্ট্রিমিং সাইট বন্ধ করে দেয়া হয়েছে। গত সপ্তাহে সিঙ্গাপুরের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো উচ্চ আদালতের নির্দেশক্রমে ৩০টি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত ৯৯টি ডোমেইন ব্লক করে দিয়েছে। সিঙ্গাপুরের হাইকোর্ট ফেব্রুয়ারিতে ৩০টি অবৈধ স্ট্রিমিং সাইটও ১৫০টি ডোমেইন বন্ধ করে দেয়ার বিষয়ে অনুমোদন দিয়েছিল।