খুব দ্রুত কিংবা আরেকটু বেশি সময়, নেইমার দাঁড়িয়ে এমন একটি রেকর্ড ভাঙার সামনে, যা প্রতিটি ব্রাজিলিয়ান ফুটবলার স্বপ্ন দেখে; কিন্তু সেই এই রেকর্ড অর্জন করার সাহস করতে পারে না। তবে নেইমার সেই রেকর্ডটির একেবারে সামনে দাঁড়িয়ে। ফুটবল সম্রাট পেলের রেকর্ড ভাঙার চেয়ে আর মাত্র দুই ধাপ পিছিয়ে রয়েছেন পিএসজি তারকা।
তিউনিসিয়ার বিপক্ষে এক গোল করার পর নেইমারের নামের পাশে জাতীয় দলের হয়ে শোভা পাচ্ছে মোট ৭৫টি গোল। আগামী বিশ্বকাপে ব্রাজিল দলের নেতৃত্বই থাকছে নেইমারের ওপর। বিশ্বকাপ জয়ের অন্যতম ফেবারিট হিসেবে কাতারে যাত্রা শুরু করবে সেলেসাওরা। হয়তো বা সেখানেই পেলের কৃতিত্বকে ছাড়িয়ে যেতে পারবেন নেইমার। গত ফেব্রুয়ারিতে তিনি একবার বলেছিলেন, ‘জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়াটা অবশ্যই দারুণ একটি গর্বের বিষয়।