জাপানের মধ্যাঞ্চলে টাইফুনের তাণ্ডব, নিহত ২

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:০১

জাপানের মধ্যাঞ্চলে একটি টাইফুনের প্রভাবে ব্যাপক বৃষ্টি ও ঝড় বয়ে গেছে, এতে লক্ষাধিক বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে ও অন্তত দুই জনের মৃত্যু হয়েছে।


দেশটির বার্তা সংস্থা কিয়োদো জানিয়েছে, ঝড়ের সবেচেয়ে বেশি শিকার হয়েছে রাজধানী টোকিওর দক্ষিণপশ্চিমের শহর শিজুওকা। বৃহস্পতিবার বৃষ্টি শুরু হওয়ার পর থেকে শনিবার সকাল পর্যন্ত এখানে রেকর্ড ৪১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে।


টাইফুন তালাসের কেন্দ্রস্থলে ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে যা দমকা হওয়াসহ সর্বোচ্চ প্রায় ৯০ কিলোমিটার পর্যন্ত উঠছে বলে জানিয়েছে জেএমএ। কিয়োদো জানিয়েছে, ভূমিধসে চল্লিশোর্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং জলাশয়ে পড়ে যাওয়া একটি গাড়ি থেকে ২৯ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।


বিদ্যুৎ সরবরাহকারী চুবু ইলেকট্রিক পাওয়া গ্রিড কোম্পানি জানিয়েছে, প্রায় ১ লাখ ২০ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে রয়েছে। ভূমিধসে দুটি বৈদ্যুতিক টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us