শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান বে-লিজিংয়ের ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের যথার্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আর্থিক প্রতিবেদনের যথার্থতা পরীক্ষা করার পাশাপাশি ইনসাইডার বা নেপথ্যের কেউ শেয়ার কেনাবেচা করে সুবিধা নিয়েছেন কিনা, তাও খতিয়ে দেখতে বলেছে বিএসইসি।
জানা গেছে, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখানো হয়েছে, পুরো বছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৯ পয়সা। যদিও একই হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (নয় মাস) শেয়ারপ্রতি নিট মুনাফা (ইপিএস) ছিল ২ টাকা ৭৫ পয়সা। তবে চতুর্থ প্রান্তিক বা অক্টোবর-ডিসেম্বর সময়কালে শেয়ারপ্রতি লোকসান দেখানো হয় ৩ টাকা ৭৪ পয়সা।