ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ক্রিকেটে ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। ব্যাট হাতে পরপর দুই ম্যাচে গোল্ডেন ডাক তথা প্রথম বলেই আউট হয়ে গেলেন এ বিশ্বসেরা অলরাউন্ডার। তবে বল হাতে সপ্রতিভ এ বাঁহাতি স্পিনার। শুক্রবার সেইন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন সাকিব।
পরে ব্যাটিংয়ে প্রথম বলে আউট হলেও রহমানউল্লাহ গুরবাজ ও শাই হোপের ঝড়ো ফিফটিতে ৬ উইকেটের দারুণ এক জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। নিজেদের ঘরের মাঠ প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিং করতে নেমেছিল গায়ানা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় সেইন্ট লুসিয়া। ক্যারিয়ারের চতুর্থ টি-টোয়েন্টি সেঞ্চুরিতে ৫৯ বলে ১০৩ রান করে সেইন্ট লুসিয়ার অধিনায়ক ফাফ ডু প্লেসি।