উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এবং রিয়েল টাইম মনিটরিংয়ের মাধ্যমে ম্যালওয়্যার ও প্রতারণামূলক কার্যক্রম থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে অ্যান্ড্রয়েডের জন্য নতুন দুটি সুরক্ষা–সুবিধা এনেছে গুগল। রিয়েল টাইম স্প্যাম ডিটেকশন ও লাইভ থ্রেট ডিটেকশন নামে সুবিধা দুটির মধ্যে রিয়েল টাইম স্প্যাম ডিটেকশন সুবিধাটি এখন বেটা সংস্করণে নির্দিষ্ট কিছু স্মার্টফোনে ব্যবহার করা যাচ্ছে।
পিক্সেল ৬ ও এর পরবর্তী মডেলগুলোর জন্য রিয়েল টাইম কল স্প্যাম শনাক্তকরণ সুবিধা চালু করেছে গুগল। গুগল আইও ইভেন্টে এ সুবিধার ঘোষণা দেওয়ার পর এবার চালু করা হলো। এ সুবিধার মাধ্যমে ফোনে কথোপকথনের সময় এআই প্রযুক্তি সন্দেহজনক প্রশ্ন বা আচরণ শনাক্ত করবে। প্রতারণার প্রমাণ পাওয়া গেলে সিস্টেম কলটিকে অ্যালার্ট হিসেবে চিহ্নিত করে ব্যবহারকারীকে কল কেটে দেওয়ার পরামর্শ দেবে। পিক্সেল ৬ ও এর পরবর্তী মডেলের জন্য সুবিধাটি এখন ‘ফোন বাই গুগল’ অ্যাপের বেটা সংস্করণে ব্যবহার করা যাচ্ছে। পরবর্তী সময়ে সুবিধাটি অন্যান্য ব্যবহারকারীদের জন্য চালু করার পরিকল্পনা রয়েছে গুগলের।