কনটেন্ট নির্মাতাদের আয় বৃদ্ধিতে নতুন পলিসি গ্রহণ করেছে ইউটিউব। সম্প্রতি ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শর্টস ভিডিওতে দেখানো বিজ্ঞাপন থেকে আয়ের ৪৫ শতাংশ পাবে নির্মাতা। সাধারণ ভিডিওতে দেখানো বিজ্ঞাপনী আয় থেকে নির্মাতারা ৫৫ শতাংশ অর্থ পান। টিকটকের মতো জনপ্রিয় প্লাটফর্মের সঙ্গে টেক্কা দেয়া এবং প্লাটফর্মে গ্রাহক ধরে রাখার লক্ষ্যে এ ঘোষণা দিয়েছে গুগল নিয়ন্ত্রিত ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটি।
ভিডিও থেকে আয়ের সুযোগ বাড়াতে একের পর এক নতুন পদক্ষেপ নিচ্ছে ইউটিউব। তরুণদের মধ্যে টিকটকের জনপ্রিয়তা আমলে নিয়ে বছর দুয়েক আগে শর্টস ভিডিও ফিচার চালু করেছে ইউটিউব। এতে সর্বোচ্চ ১ মিনিটের ভিডিও শেয়ার করা যায় এবং ইচ্ছেমতো বিভিন্ন গান ও মিউজিক যুক্ত করা যায়। চলতি সপ্তাহের শুরুতে ইউটিউবের অভ্যন্তরীণ বৈঠকের অডিও রেকর্ডিংয়ের বরাতে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, পার্টনার প্রোগ্রামে অংশগ্রহণে প্রতিবন্ধকতা দূর করে আরো অধিকসংখ্যক কনটেন্ট নির্মাতার আয়ের সুযোগ সৃষ্টি করতে চায় ইউটিউব।