শুক্রবার কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বন্ধ করে ২৬ লাখের খরচ নামল ৮ লাখে

প্রথম আলো প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ২১:০৮

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তাদের গাড়ি ও অন্য হালকা যানের জ্বালানি বরাদ্দ দেওয়া হবে না। জ্বালানি খরচ কমাতে মেয়র আতিকুল ইসলাম এমন সিদ্ধান্ত নিয়েছিলেন গত আগস্ট মাসের শুরুতে। এর ফলে এই মাসে এ খাতে জ্বালানির (ডিজেল ও সিএনজি গ্যাস) ব্যয় আগের দুই মাসের (জুন ও জুলাই) তুলনায় তিন ভাগের এক ভাগে নেমে এসেছে।


ডিএনসিসির পরিবহন বিভাগের তথ্য অনুযায়ী, কর্মকর্তাদের গাড়ি ও অন্যান্য দাপ্তরিক কাজে হালকা গাড়ির জ্বালানি বাবদ গত জুনে ব্যয় হয়েছিল ২৬ লাখ ৮৪ হাজার ৬৫৮ টাকা। জুলাই মাসে ব্যয়ের পরিমাণ ছিল ২৫ লাখ ৩৮ হাজার ৬১৪ টাকা। সেখানে গত আগস্টে এই খাতে ব্যয় কমে দাঁড়িয়েছে মাত্র ৮ লাখ ৯১ হাজার ৭৯ টাকায়। জুন মাসের তুলনায় এই ব্যয় ১৭ লাখ ৯৩ হাজার ৫৭৯ টাকা এবং জুলাইয়ের তুলনায় ১৬ লাখ ৪৭ হাজার ৫৩৫ টাকা কমেছে।


বৈশ্বিক জ্বালানি–সংকটের প্রেক্ষাপটে সরকারের ব্যয় সাশ্রয়ে এবং বিদ্যুৎ ও জ্বালানিসাশ্রয়ী ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের জন্য শুক্রবার জ্বালানি বরাদ্দ বন্ধ রাখতে গত আগস্টে একটি অফিস আদেশ জারি করেছিল ডিএনসিসির পরিবহন বিভাগ। সিটি করপোরেশনের অত্যাবশ্যকীয় জরুরি সেবা-সরবরাহ, বর্জ্য পরিবহন ও মশক নিধন কাজে নিয়োজিত যানবাহনগুলো এই আদেশের আওতামুক্ত রাখা হয়েছিল।


ডিএনসিসি সূত্র বলছে, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সিটি করপোরেশনের আওতাধীন বেশির ভাগ গাড়ি চলাচল করে না। তবে যেসব কর্মকর্তার গাড়ি আছে, তাঁরা ছুটির দিনে ব্যক্তিগত নানা কারণে গাড়ি নিয়ে বের হন। এ জন্য করপোরেশন থেকে জ্বালানি বরাদ্দ নেন তাঁরা। এই বরাদ্দ বন্ধ করে দেওয়াতেই ব্যয় কমানো সম্ভব হয়েছে।


এ বিষয়ে ঢাকা উত্তর সিটির পরিবহন বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অফিস আদেশের পরেও অনেক কর্মকর্তা শুক্রবারে গাড়ি ব্যবহার করেছেন। সে ক্ষেত্রে ওই দিনের জ্বালানির খরচ নিজেকেই বহন করতে হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

১০ তলা ভবন নিলামে ৬০ হাজার টাকায় বিক্রি

সমকাল | মোহাম্মদপুর, ঢাকা
৮ মাস, ১ সপ্তাহ আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us