সাইবার জগতে আমরা কতটা নিরাপদ

সমকাল অজিত কুমার সরকার প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৫

ওয়েস্টফালিয়ান সার্বভৌমত্ব বা প্রত্যিটি জাতিরাষ্ট্রের আন্তর্জাতিক আইনস্বীকৃত সার্বভৌম সীমানা রয়েছে। ইন্টারনেট সনাতনী ওয়েস্টফালিয়ান সার্বভৌমত্ব বা রাষ্ট্রের সীমানা অতিক্রম করে নতুন এক বিশ্বের উদ্ভব ঘটিয়েছে, যার নাম সাইবার বিশ্ব (জগৎ)। এর ফলে প্রতিটি রাষ্ট্র হয়েছে বিশ্বগ্রামের অন্তর্ভুক্ত। ইন্টারনেটভিত্তিক এই বিশ্বগ্রামের কোনো সীমানা বা অঞ্চল নেই।


কানাডিয়ান দার্শনিক মার্শাল ম্যাকলুহান বিশ্বগ্রামের ধারণা দিয়েছেন এভাবে- যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন পরস্পর সহজে যোগাযোগ, কথোপকথন, গণমাধ্যম ও ইলেক্ট্রনিক যোগাযোগের মাধ্যমে যুক্ত থাকে এবং ক্রমেই একটি একক কমিউনিটিতে পরিণত হয়। সাইবার জগৎ বা অনলাইন জগৎ বা বিশ্বগ্রাম যা-ই বলি না কেন; মানুষের সমাজ এবং শিল্প ক্রমেই সাইবার জগতের ওপর বেশ নির্ভরশীল হয়ে পড়ছে। ফলে সাইবার জগৎ ভৌত জগতের একটি কেন্দ্রীয় এবং অন্তর্নিহিত উপাদান হয়ে উঠেছে। চিন্তাবিদ ইউভাল নোয়া হারারির ভাষায়, এই অনলাইন জগৎ যেন এক অদৃশ্য স্বয়ম্ভূ শক্তি হয়ে মানুষকে চালাচ্ছে। তথ্য, ধারণা ও ব্যবসার জন্য মানুষ দ্বারস্থ হচ্ছে অনলাইন শক্তির কাছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us