অনুপ্রবেশে ‘উদার’ ছাত্রলীগ

দেশ রূপান্তর প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩২

সম্প্রতি ফারুক বেপারি কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতির পদ পেয়েছেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য চলতি বছর ৩১ জুলাই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাকে এ পদ দেওয়ার কথা জানান। ফারুক বেপারির বিরুদ্ধে ছাত্রদল করার অভিযোগ রয়েছে। সর্বশেষ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায়ও সরব উপস্থিতি দেখা গেছে তার। থাকেন ব্রাহ্মণবাড়িয়ায়। আশুগঞ্জে আদি বাড়ি নব্য এ ছাত্রলীগ নেতার। তার বিরুদ্ধে জেলা ও উপজেলা শাখা আওয়ামী লীগ ও ছাত্রলীগ লিখিত অভিযোগ দিয়েছে সংগঠনের দপ্তরে।


জানতে চাইলে ফারুক বেপারি দেশ রূপান্তরকে বলেন, ‘আমার নামে করা অভিযোগ ভুয়া। আমি কখনো ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না।’


কিন্তু উপজেলা ছাত্রলীগের শীর্ষ এক নেতা নাম প্রকাশ না করে দেশ রূপান্তরকে বলেন, ‘ফারুক বেপারি সর্বশেষ জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করেছেন। তার পুরো পরিবার আশুগঞ্জে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।’


ময়মনসিংহ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ রিফাত। স্থানীয় একটি হত্যা মামলার আসামি। বাবা আবদুল কাদির বিএনপির স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত দীর্ঘদিন ধরে। জামায়াতের ছাত্রসংগঠন শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে রিফাতের বিরুদ্ধে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us