জাপানে তাইফুন ‘নানমাদোল’র আঘাতে নিহত ২

ডেইলি স্টার প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:২০

জাপানের কয়েকটি দ্বীপে আজ সোমবার শক্তিশালী তাইফুন 'নানমাদোল'র প্রভাবে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬৯ জন।


দ্য জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়, তাইফুনটি ঘণ্টায় ১০৮ কিলোমিটার বেগে কাগোশিমা ও এর আশেপাশের দ্বীপে আঘাত হানে।


জাপানের আবহাওয়া বিভাগ গণমাধ্যমকে জানিয়েছে, ঝড়ের প্রভাবে কয়েকটি এলাকায় রেকর্ড ৪০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। কয়েকটি দ্বীপে যান চলাচল বিঘ্নিত হওয়ায় কারখানা বন্ধ রাখতে হয়েছে।


জাপানের আবহাওয়া বিভাগ গণমাধ্যমকে জানিয়েছে, প্রবল বৃষ্টি, ঝড়ো বাতাস ও জলোচ্ছ্বাসের কারণে সবাইকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us