১। স্পাইডার প্ল্যান্ট
চমৎকার ইনডোর প্ল্যান্ট স্পাইডার। মাকড়সার মতো ছড়িয়ে যাওয়া পাতার এই প্ল্যান্ট ঘরে অক্সিজেন সরবরাহ করে বাতাস বিশুদ্ধ রাখে। ঠান্ডা আবহাওয়াতে ভালো থাকে এই গাছ। মাটি শুকিয়ে গেলে পানি দেবেন। নতুন নতুন পাতা ছড়িয়ে ঘরের সৌন্দর্য বাড়াতে এই গাছ।
২। স্নেক প্ল্যান্ট
সাপের মতো একেবেকে বড় হয় এই গাছ। ঘরের কোণে ফেলে রাখলে ধীরে ধীরে বারতে থাকবে নিজের মতো। সপ্তাহে একবার কিংবা দশদিনে একবার পানি দেবেন। অতিরিক্ত পানি দিলেই বরং মারা যায় এই গাছ।
৩। জিজি প্ল্যান্ট
ঘরে কম আলো থাকুক কিংবা বেশি আলো- জিজি প্ল্যান্ট বেড়ে উঠবে। ঘনঘন পানি দেওয়ারও প্রয়োজন নেই। কেবল মাটি শুকিয়ে গেলেই দেবেন পানি।
৪। মানি প্ল্যান্ট
মাটি কিংবা পানিতে লাগাতে পারেন মানি প্ল্যান্ট। তবে মাটিতে লাগালে দ্রুত বাড়বে এই গাছ। লতিয়ে বাড়া মানি প্ল্যান্টের বাড়তি যত্নের প্রয়োজন নেই। মাটি শুকিয়ে গেলে পানি দেবেন আর সম্ভব হলে দুই মাসে একবার জৈব সার- গাছ বাড়বে আপন মনে।