মুখ ও শরীরের যে ৯ লক্ষণ অসুস্থতার ইঙ্গিত দেয়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৪

শারীরিক বিভিন্ন অসুস্থতার লক্ষণ ফুটে ওঠে মুখে। যদিও অনেকেই তা টের পান না! শুষ্ক ঠোঁট, মুখের অবাঞ্ছিত লোম কিংবা মোল শারীরিক নানা সমস্যার ইঙ্গিত দেয়। জেনে নিন মুখ ও শরীরের কোন কোন লক্ষণ অসুস্থতার ইঙ্গিত দেয়-


শুষ্ক ত্বক ও ঠোঁট


শীতের দিতে ঠোঁটর চামড়া ওঠা স্বাভাবিক হলেও অন্যান্য সময় এই লক্ষণ প্রকাশ পাওয়া কিন্তু ভালো নয়। কারণ শুষ্ক ত্বক ও ঠোঁট ডিহাইড্রেশনের ইঙ্গিত দেয়। আবার এটি হাইপোথাইরয়েডিজম কিংবা ডায়াবেটিসের লক্ষণও হতে পারে।


মুখের অবাঞ্ছিত লোম


আপনার চিবুক, উপরের ঠোঁট এমনকি চোয়ালের উপরের অবাঞ্ছিত লোম হরমোনের ভারসাম্যহীনতাকে নির্দেশ করে। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম নামক হরমোনজনিত ব্যাধির লক্ষণ এটি।


চোখের ফোলাভাব


চোখের ফোলাভাব শুধু সৌন্দর্যই নষ্ট করে না, বরং সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কেও জানান দেয়। যদি আপনার চোখ ক্লান্ত ও ফোলা দেখায় তাহলে আপনার দীর্ঘস্থায়ী অ্যালার্জি থাকতে পারে।


ফ্যাকাশে ত্বক


ত্বকের ফ্যাকাশেভাব রক্ত স্বল্পতার লক্ষণ হতে পারে। তাই এ বিষয়কে অবহেলা করবেন না।


ফুসকুড়ি


মুখের ফুসকুড়ি হজমের সমস্যা সহ বেশ কয়েকটি ব্যাধিরেইঙ্গিত দেয়। যার মধ্যে অন্ত্রের প্রদাহজনক রোগ (আইবিডি) অন্যতম। এক্ষেত্রে আপনার ত্বকেও জ্বালাপোড়া হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us